হীরেন পণ্ডিত
দিন শেষে সন্ধ্যা নামবে, রাত হওয়ার সাথে সাথে তারাগুলো
চাঁদকে পাহাড়া দিয়ে নিয়ে আসবে তোমার কাছে।
তোমার হারিয়ে যাওয়া সময়গুলোকে খুঁজে ফিরিয়ে
নিয়ে আসার জন্য সময় আর্তনাদ করবে।
সন্ধ্যাতারাগুলো এদিক-ওদিক তাকাবে বারবার
হৃদয়ে জমে থাকা ব্যথাগুলো হাহাকার করে উঠবে।
ফুলের মধু আহরণে ব্যস্ত হলেও প্রতীক্ষায় থাকবে মৌমাছিগুলো
প্রজাপতিগুলো সদ্যফোটা ফুলগুলোর ওপর বসে
সঞ্চয় করবে হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমার জন্য ।
তোমার ভালোবাসা গভীর থেকে আরো গভীরতর হবে
ফুলে ফুলে সাজিয়ে রাখা প্রহরগুলো না জানিয়ে ফিরে যাবে তোমার কাছে।
তুমি আসলে দু’জন মিলে এই মন বাগান সাজানো গোছানোর কাজ শুরু হবে।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা ভালোবাসা নিয়ে আর নিয়ে আর কত প্রতীক্ষা?
তোমার ভালোবাসাকে কখনো দেউলিয়া করা যায়নি
এই কল্পনাতে শুধু ছবি আঁকি মনের ভেতর।
পাখির গানে কণ্ঠ মেলাই, সুর করে মনের কোনে বপন করি গান।
নিজেকে হারিয়ে খুঁজে ফিরি তোমার কাছে,
সবকিছু এক বিন্দুতে মিলে গিয়ে আজও বিবর্ণ হয় মনের আঁচল।
ভাবনাতে শিহরিত হয় তোমার ফিরে আসার অহবান
শব্দের মালা গেঁথে রাখি তোমাকে দেব বলে
দুঃখের স্পর্শ থেকে তোমাকে আড়াল করে রাখি
এভাবেই তোমাকে আবার কাছে টেনে নেব কোন একদিন।