হীরেন পণ্ডিত
আমাকে কেউ দেখতে দেয়নি
পৃথিবীর রূপ।
দেখা হয়নি সকালের স্নিগ্ধ আলো
রাতের কালো অন্ধকার।
দিক-বিদিক ঘুরে বেড়িয়েছি উন্মত্তের মতো
প্রতীক্ষায় থেকেছি বছরের পর বছর
তবু দেখা হয়নি তোমায়।
সকালের কুয়াশা ভেজা ভোর
দেখা হয়নি কখনো
ভোরের পাখির গান কলতান
হয়নি শোনা কখনো
গায়ে মাখা হয়নি কখনো সমুদ্রের নোনা জল।
হিমালয় আর কাঞ্চনজঙ্ঘার বরফের স্তুপ
ছুঁয়ে দেখা হয়নি কখনো আমার
শুধু পৃথিবীকে দেখার আশায়
আমি ছুটে চলেছি অনন্তকাল।
উত্তাল তরঙ্গের মতো
ছুটে চলেছি জল থেকে জলে
কোন এক মোহনার কাছে গিয়েছি
পৃথিবীকে দেখার জন্য
তবু দেখা হয়নি তোমায়।
প্রতীক্ষায় আছি তোমাকে দেখার।