হীরেন পণ্ডিত
হয়তো বরফ গলবে কোনোদিন
সেদিন পূর্ব আকাশে সূর্য উঠবে
খুব ভোরেই শুরু হবে পাখির কিচির-মিচির ডাক
বুকের ভেতর প্রদীপ জ্বালিয়ে
বসবো আমি কোন পথিকের পাশে
দূর থেকে হয়তো ভেসে আসবে কান্নার শব্দ।
নতুন ফুল দিয়ে তোমার দুঃখের ফুলদানি সাজাতে গিয়ে
মনের অজান্তেই গড়াবে চোখের জল।
আমি হারিয়ে যাবার ভান করে দূর থেকে হাসি ভরা মুখে
তাকিয়ে থাকবো আকাশের দিকে।
তোমাকে হারানোর কথা এখন আর মনে নেই
সবকিছু অস্পষ্ট হয়ে আছে বেদনার বালুরাশিতে।
তুমি আবার গাছের ডালে গিয়ে বসবে
গাছের সাথেই রয়েছে তোমার হৃদয়
এ যেন অকৃত্রিম এক ভালোবাসা।
আলোকিত হৃদয়ে তুমি আর কত হিংসা লালন করবে
বিষাদ যুগে চলছে তোমার প্রতিটি ক্ষণ
তোমার স্বপ্নকে নিয়ে আসো তোমার কাছে
স্বপ্ন যেন তোমার কাছে দুঃখের ফুলদানি না হয়ে যায়।