হীরেন পণ্ডিত
ভালোবাসা তুমি গোলাপের পাপড়ি-শাপলা আর পদ্ম ফুলের নিরব চাহনি
হৃদয় নিংড়ানো এক অনুভূতি, প্রকৃতির খেয়াল।
সকালের নরম সোনালী রোদ, শীতের কনকনে ঠাণ্ডা
পাহাড়ের ঝর্না-সমুদ্রের বিশাল জলরাশি-কুয়াশাচ্ছন্ন রাত।
তুমি কবির কবিতা, পাখির গান, বাউলের দোতারা
তুমি আবেগ-কল্পনা-রাতের অন্ধকার মোড়ানো এক ছবি।
মানুষের বিশ্বাস, সাহস-নিরব অবলম্বন-চেতনার বহ্নিশিখা
তরুণীর লজ্জামাখা মুখ, শিশুর হামাগুড়ি-অজানা ভবিষ্যত।
তুমি নির্মল আকাশ, জোৎস্না মাখানো চাঁদনী রাতে তারার মিছিল
তুমি বেঁচে থাকার সংগ্রাম, জীবনের কতগুলো মুহূর্তের সমষ্টি-এক নিরব সাক্ষী
বিস্তীর্ণ জনপদ, নিঃসঙ্গ স্মৃতি, মন ব্যাকুল করার ব্যর্থ প্রয়াস
তুমি সারা পৃথিবীর মানুষের কাছে এক রহস্য, আর কাঙ্ক্ষিত এক বিষয়।