হীরেন পণ্ডিত
পলাশের রঙে নিজেকে রাঙানোর কথা ছিলো
তারপর কত মুহূর্ত কেটে গেলো,
সকাল গড়িয়ে দুপুর-বিকেল হয়ে সন্ধ্যা নামলো
প্রতীক্ষায় থেকে পলাশের ঝরে যাবার সময় হলো
তবু নিজেকে গুছিয়ে নিতে পারিনি এখনো।
জীবনের কাছে অনেক প্রশ্ন রেখে
মেঠো পথে হেঁটে এগিয়ে গিয়েছি উত্তরের আশায়
এখনো উত্তর পাওয়া হয়নি আমার
অনেক প্রত্যাশা ছিলো মানুষের কাছে,
ভালোবাসার কাছে।
বিদীর্ণ করা বুকে শুধু হাহাকার হলো
তবু থামেনি আমার পথচলা
ক্লান্ত পথিকের মতো বসে থেকেছি বটবৃক্ষের নিচে
শুধু ভালোবাসার এক অনুভব নিয়ে
বুকে জমে থাকা বেদনাকে বিদায় দিয়ে।