হীরেন পণ্ডিত
তুমি কখনোই আমার দুঃখগুলোকে ছোঁয়ার চেষ্টা করোনি
বুকের একদম তলদেশে।
ডুবুরিরা যেখানে ছুটে যায় নতুন রহস্যের সন্ধানে।
বুকের অন্য পাশে জমে আছে
হিমালয়ের বরফের স্ত‚পের মতো জমাট বাধা কষ্ট
পাখিগুলো সেদিন বলেছে আমাকে এই দুঃখগুলো কেবলই আমার।
বাতাসে ভেসে আসা কোনো সুর যতœ করে রাখি আমার বুকের ভেতর
চারপাশ শুধু ঘন অন্ধকার, আর প্রতীক্ষার প্রহর শুধুই আমার
বুকের ভেতর শুধু কান্নার শব্দ অস্পষ্ট হয়ে যায়
শীতল স্রোত হয়ে নদীর মোহনায়।
আমার আকাশে কেবল ভেসে বেড়ায় সাদা মেঘগুলো
চাতক পাখির মতো আমি চেয়ে থাকি।
তোমার কষ্টগুলোও জমা রাখতে পারো আমার পাঁজরের একাউন্টে
চেক বই-এটিএম কার্ড কোনোটাই লাগবেনা লেনদেনের সময়
অনেক যতœ করে রেখে দেবো তোমার সব সঞ্চয়গুলো
মনের কোণে জমাট বাধা দুঃখগুলো আবার সামনে এসে দাঁড়াবে
যেমন ধুলোবালি উড়ে যায়।
তবু অবুঝ মন চেয়ে থাকে নতুন রহস্যের সন্ধানে।