স্মার্ট বাংলাদেশ গড়বে স্মার্ট খেলোয়াড় : প্রধানমন্ত্রী

২০১৮ সালের পর আবারও হচ্ছে যুব গেমস। ভবিষ্যতের তারকা অনুসন্ধানে এই গেমস নতুন মাত্রা এনে দেবে মনে করছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের মধ্যে যত বেশি খেলাধুলা ছড়িয়ে দিতে পারব তত বেশি তাদের মনন উদার হবে। মানসিক ও শারীরিকভাবে তারা ভালো থাকবে। যখন থেকে আমরা সরকার গঠন করেছি তখন থেকেই খেলাধুলায় মনোযোগ দিয়েছি।’
শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বনানীর আর্মি স্টেডিয়ামে রাত ৮টায় গেমসের উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে আলোর ঝলকানিতে ফুটে ওঠে আতশবাজি। পুরো স্টেডিয়াম হয়ে ওঠে আলোকিত।
তিনি বলেন, ‘আগামী দিনের তারকা অনুসন্ধানে এই যুব গেমস নতুন মাত্রা এনে দেবে। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে স্মার্ট খেলোয়াড়রা। আমি চাই এই খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’

চূড়ান্ত পর্বের খেলা ইতোমধ্যে শুরু হলেও আজ হয়ে গেল ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান। চূড়ান্ত পর্ব চলবে ৪ মার্চ পর্যন্ত।
যুব গেমসের প্রথম পর্ব উপজেলা পর্যায়ে শুরু হয়েছিল ২ জানুয়ারি। সেখান থেকে উত্তীর্ণদের নিয়ে জেলা পর্যায়ে দ্বিতীয় পর্ব শুরু হয় ১৬ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *