সৌরভ বায়োপিক করছেন

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমার বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করছেন না। এটি ভুল খবর প্রচার হয়েছে। রণবীর কলকাতায় আসছে ওর নতুন সিনেমার প্রমোশনের জন্য। সেই কারণে আমার সঙ্গে দেখা হবে।’

বায়োপিকে সৌরভ চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের বিষয়টি অস্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী। সাবেক ক্রিকেটার জানালেন, রণবীর তার বায়োপিক করছেন না।

‘নিউজ ১৮’-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট করে বলেন, “রণবীরের কলকাতায় আগমন ওর নতুন সিনেমা‌ ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রমোশনের জন্য। এর সঙ্গে আমাকে নিয়ে হতে যাওয়া বায়োপিকের সম্পর্ক নেই।”

এর আগে সৌরভের বায়োপিকের খবর যখন প্রথমবার প্রকাশিত হয় তখন সৌরভ জানিয়েছিলেন যে নিজের বায়োপিকে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। তার পর থেকেই বড় পর্দায় সৌরভের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয়ের খবরের জল্পনা শুরু হয়। সূত্রের খবর অনুসারে, প্রডাকশন হাউসের পক্ষ থেকে রণবীরকে বলা হয়েছিল সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু শুটিংয়ের ব্যস্ত শিডিউলের জন্য তিনি প্রজেক্টটি হাতে নেননি। তাই বিকল্প কাউকে ভাবা হচ্ছে সৌরভের ভূমিকায়। হৃতিক রোশন থেকে ভিকি কৌশল, অনেকের নামই রয়েছে সেই তালিকায়। এখন সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে পর্দায়, তা জানতে সৌরভভক্তদের অপেক্ষা আরেকটু দীর্ঘ হলো বলেই মনে হচ্ছে!

‘লভ রঞ্জন’ প্রডাকশনের পক্ষ থেকে সৌরভের বায়োপিক নির্মিত হবে। তবে তাদের পরবর্তী সিনেমা রণবীরের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রডাকশন হাউসের উদ্যোগে তাই জোরদার প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ। রবিবার কলকাতায় এসে রণবীর আরো কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানা গেছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হলে ক্রিকেটও হতে পারে দুজনের মধ্যে। কারণ কলকাতায় চলছে দিল্লি ক্যাপিটালসের তিন দিনের প্রশিক্ষণ। রবিবার ইডেনেই অনুশীলন করবে দিল্লি। অনুশীলনে থাকা ক্রিকেটারদের সঙ্গেও দেখা হতে পারে রণবীরের।‌

সৌরভ বায়োপিক করছেন

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমার বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করছেন না। এটি ভুল খবর প্রচার হয়েছে। রণবীর কলকাতায় আসছে ওর নতুন সিনেমার প্রমোশনের জন্য। সেই কারণে আমার সঙ্গে দেখা হবে।’
বায়োপিকে সৌরভ চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের বিষয়টি অস্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী। সাবেক ক্রিকেটার জানালেন, রণবীর তার বায়োপিক করছেন না।
‘নিউজ ১৮’-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট করে বলেন, “রণবীরের কলকাতায় আগমন ওর নতুন সিনেমা‌ ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রমোশনের জন্য। এর সঙ্গে আমাকে নিয়ে হতে যাওয়া বায়োপিকের সম্পর্ক নেই।”
এর আগে সৌরভের বায়োপিকের খবর যখন প্রথমবার প্রকাশিত হয় তখন সৌরভ জানিয়েছিলেন যে নিজের বায়োপিকে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। তার পর থেকেই বড় পর্দায় সৌরভের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয়ের খবরের জল্পনা শুরু হয়। সূত্রের খবর অনুসারে, প্রডাকশন হাউসের পক্ষ থেকে রণবীরকে বলা হয়েছিল সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু শুটিংয়ের ব্যস্ত শিডিউলের জন্য তিনি প্রজেক্টটি হাতে নেননি। তাই বিকল্প কাউকে ভাবা হচ্ছে সৌরভের ভূমিকায়। হৃতিক রোশন থেকে ভিকি কৌশল, অনেকের নামই রয়েছে সেই তালিকায়। এখন সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে পর্দায়, তা জানতে সৌরভভক্তদের অপেক্ষা আরেকটু দীর্ঘ হলো বলেই মনে হচ্ছে!
‘লভ রঞ্জন’ প্রডাকশনের পক্ষ থেকে সৌরভের বায়োপিক নির্মিত হবে। তবে তাদের পরবর্তী সিনেমা রণবীরের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রডাকশন হাউসের উদ্যোগে তাই জোরদার প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ। রবিবার কলকাতায় এসে রণবীর আরো কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানা গেছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হলে ক্রিকেটও হতে পারে দুজনের মধ্যে। কারণ কলকাতায় চলছে দিল্লি ক্যাপিটালসের তিন দিনের প্রশিক্ষণ। রবিবার ইডেনেই অনুশীলন করবে দিল্লি। অনুশীলনে থাকা ক্রিকেটারদের সঙ্গেও দেখা হতে পারে রণবীরের।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *