Togel Online

Situs Bandar

Situs Togel Terpercaya

Togel Online Hadiah 4D 10 Juta

Bandar Togel

দেব-মিঠুনের ‘প্রজাপতির’ বাজিমাত


বাংলার বক্স অফিসে ইতিহাস করেছে প্রজাপতি। বাবা-ছেলের রসায়ন যে মন কেড়েছে বাঙালির, তা বেশ স্পষ্ট। দেব-মিঠুন জুটির রসায়নের ওপর ভর করেই এই নজির গড়ল প্রজাপতি।’
‘প্রজাপতি’ মুক্তির ৬০ দিন পার করল। এর মাধ্যমে বক্স অফিসের আয়ের সেরা তিন ছবির তালিকার খুব সন্নিকটে ‘প্রজাপতি’। সিনেমাটির মাধ্যমে টালিউডের একমাত্র নায়ক হিসেবে দেবের তৃতীয় ছবি ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করল। এর আগে ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ও ১০ কোটির বেশি আয় করেছিল বক্স অফিসে। ‘চাঁদের পাহাড়’-এর বক্স অফিস কালেকশন ১৮ কোটি রুপি, অন্যদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’-এর আয় ২০ কোটি রুপি। ১০ কোটির ক্লাবে দেবের তিনটি ছবি ছাড়া একমাত্র ছবি জিতের ‘বস ২: ব্যাক টু রুল’। ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ‘বস ২’-এর রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে ‘প্রজাপতি’। দুটি ছবির আয়ের পার্থক্য এখনো পর্যন্ত মাত্র ২৩ লাখ রুপি। তাই তৃতীয় সর্বোচ্চ আয় করা বাংলা ছবির খেতাব সহজেই লুফে নিতে পারে ‘প্রজাপতি’।
গত কয়েক বছর যাবৎ নিজেকে ভেঙেছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খেল দেখাচ্ছেন দেব। নন্দন সিনেমা হলে জায়গা না হলেও ১০ কোটি রুপির ব্যবসা করে দেখিয়ে দিলেন দেব। দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

togel online hongkong

situs togel