শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হলো লঙ্কানদের। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এই হারে ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলঙ্কা। শুক্রবার আগে ব্যাট করে ৪১.৩ ওভারে ১৫৭ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। ৬৪ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছয় হাঁকান তিনি। বাকিদের মধ্যে দাসুন শানাকা ৩১, চামিকা করুনারত্নে ২৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৩ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি, হেনরি শিপলে ও ড্যারেল মিচেল।
১৫৮ রানের জবাবে ২১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। পঞ্চম উইকেটে ১০৮ বলে ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস। ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।
ভারতের অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সুপার লিগের প্রথম ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। পরের দলগুলোকে আসতে হবে বাছাইপর্বের ম্যাচ খেলে। নিউজ়িল্যান্ডের কাছে হারের পর সুপার লিগ পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেল শ্রীলঙ্কা। অষ্টম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৮৮। শ্রীলঙ্কার সংগ্রহ ৮১ পয়েন্ট। শ্রীলঙ্কার পক্ষে আর প্রথম আটে থাকা সম্ভব নয়। কারণ বিশ্বকাপের আগে তাদের আর কোনো সিরিজ নেই।
দশ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ৭৮। প্রোটিয়াদের সামনে এখনও সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলে তারা প্রথম আটে চলে আসতে পারবে। সে ক্ষেত্রে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবিয়ানরাও।

One thought on “শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *