বঙ্গবন্ধু


হীরেন পন্ডিত:

বঙ্গবন্ধু তুমি এসেছিলে বলে, এই বাংলা দেখেছে
৫২, ৬২, ৬৬, ৬৯ আর ৭১
তুমি ভেবেছো বাংলার মানুষের কথা, স্বাধীনতার কথা
তুমি গেয়েছিলে বাংলার স্বাধীনতার গান
তুমি শুনিয়েছিলে ভোরের পাখির মত স্বাধীনতার এই গান

কোন এক ভোরে তুমি গেয়েছিলে তোমার সেই আগমনি গান
যেমন করে তুমি শুনিয়েছিলে লাখো জনতাকে
রেসকোর্সের ময়দানে ৭ মার্চের ভাষণে
কি এক যাদু মেখে দিয়েছিলে
সমস্ত জাতি কেমন মন্ত্রমুগ্ধ হয়ে
শুনলো তোমার স্বাধীনতার ঘোষণা
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

তুমি দিয়েছো বাঙালি জাতিকে, রক্তে রঞ্জিত পতাকা
যেখানে লেখা আছে তোমার নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এক স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে
তুমি ফিরে এলে নয় মাস পর খুব ক্লান্ত শরীরে
তবু এগিয়ে গিয়েছো নতুন স্বপ্ন নিয়ে
তোমার অনেক স্বপ্ন ছিলো
তোমার সেই স্বপ্নের গান শেষ হবার আগেই
তোমার রক্তের স্রোতে লাল হয় বাংলা
কেঁদে উঠে এদেশের মানুষ, থেমে যায় পাখির কলতান
বাঙালি জাতি আজো ভোলেনি তোমায়, ভুলবেনা কোনদিন
তোমার স্বপ্ন এখন দেখে এদেশের দামাল ছেলেরা
তোমার স্বপ্নের সেই গান রচনা করার জন্য রক্ত শপথ করেছে সবাই
তোমার বাংলাকে গড়ে তোলার এক দুর্নিবার আকাঙক্ষায় ।

তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে, তোমার এই বাংলায়
দূর থেকে, দাঁড়িয়ে দেখে যাও বঙ্গবন্ধু, তোমার বাংলায়
প্রতিদিন ভোরের পাখিরা এসে খুঁজে তোমায়
বাগানের ফুলেরা তোমায় খুঁজে গাছের শাখা-প্রশাখায়
নদীগুলো তোমাকে খুঁজে ফেরে প্রতিটি ঢেউয়ে
তুমি মিশে আছো রক্ত পতাকায়
বাংলার সব পথ মিশেছে আজ তোমার টুঙ্গিপাড়ায়।

তোমার স্বপ্নের বাংলা আজ ভরে উঠছে সোনায়
কে বলে তুমি নেই
তুমি আছো এই বাংলায়, শোনাতে স্বাধীনতার গান
আমরা আছি তোমার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *